নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ শহিদ উল্লাহ এর সহধর্মিনী রাশিদা খাতুন (৬০) এর মৃত্যুতে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ (বুধবার) এক শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, তিনি খুবই সহজ-সরল মানুষ ছিলেন, খুব সহজে মানুষকে আপন করে নিতে পারতেন। তাঁর এই সরলমনা মানবিক গুণাবলির কারণেই তাঁর স্বামীর রাজনৈতিক পদচারণা সহজ হয়েছে। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত।
শোক বার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।