প্রতিনিধি, বেনাপোল:“বন্ধুত্বের সুতোয় বাঁধিব সাম্য” এই স্লোগানকে সামনে রেখে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ব্যাচ ৯৭ এর সকল বন্ধূরা মিলে নতুন কমিটি ঘোষণার মাধ্যমে নতুন উদ্যমে যাত্রা শুরু হলো, আলোকিত-৯৭ নামে সামাজিক সংগঠন ঘোষণা।
শনিবার(২৩ই জানুয়ারী) বেনাপোল বাজারস্ত কালাম মার্কেটের উপরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটির আত্ত্বপ্রকাশ ঘটে। সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এস এ তুহিনের সঞ্চালনায় এবং সামাদ আলীর সভাপত্তিতে অনুষ্ঠানটি পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে সূচনা করা হয়।
এরপর এস,এস সি ব্যাচ ৯৭ এর যে সকল বন্ধু গুণিজন সহ বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দরা মারা গেছেন, তাদের রুহুর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়। এরপর সকল বন্ধূদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পেছনে ফিরে দেখা পুরানো দিনের কথা বলতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে যায়।
স্মৃতিচারণের পর দুপুরের খাবার শেষ করে নতুন কমিটির তিন সদস্যের নাম প্রকাশ করা হয়। কমিটির নতুন সভাপতি মোঃ সামাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোঃ সজীব হোসেন।
কমিটি গঠনের পর নানা রকম সামাজসেবা মূলক কাজে নিজেদের আত্ননিয়োগ করানোর জন্য সকলের মতামত গ্রহণ করা হয়।
উল্লেখ্য যে, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সকল এস এস সি ব্যাচের মধ্যে প্রথম সংগঠন আলোকিত-৯৭। দীর্ঘ ২৪ বছর এ সংগঠনটির নতুন কমিটি এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সকল বন্ধুদের মাঝে ক্রেস্ট ও উপহার বিতরণ এবং নতুন কমিটির শুভকামনা জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।