নোয়াখালী প্রতিনিধি : সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার নয়টি উপজেলায় একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (৭ ফেব্রুয়ারি) নোয়াখালীতে কোভিড-১৯ প্রতিরোধে টিকাদানের প্রথম দিন সাধারণ জনগণকে উৎসাহী করতে প্রথম করোনা ভ্যাকসিন দিলেন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
সকাল ১০টায় ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের নির্ধারিত বুথে তিনি টিকা দেন। সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নিজে টিকা দিয়ে জেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
সাধারণ জনগণকে উৎসাহী করতে নিজে টিকা দিয়ে সংসদ সদস্য একরামুল করি চৌধুরী সবাইকে টিকা দিয়ে নিরাপদ থাকার আহবান জানান।
অপরদিকে, সকাল ১১টায় নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম নিজে টিকা দিয়ে উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে বিরূপ মন্তব্য করেছিলো একটি কুচক্রী মহল। তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি নিজে উপস্থিত হয়ে প্রথম টিকা দিলাম।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নবনির্বাচিত মেয়র অাবদুল কাদের মির্জা প্রথম টিকা নিয়ে উদ্ভোধন করেন
প্রসঙ্গত, রোববার ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ২২০ জনকে এবং পুলিশ লাইন্স হাসপাতালে ৫০ জনকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য জেলায় মোট ১০টি কেন্দ্রে ৩৩টি বুথ খোলা হয়েছে। প্রতিটি টিকাকেন্দ্রে দুইজন করে স্বাস্থকর্মী ও চারজন করে স্বেচ্চাসেবক নিয়োজিত করা হয়েছে। টিকা দেওয়ার জন্য এ পর্যন্ত নিবন্ধন হয়েছে প্রায় তিন হাজার।