নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কদমতলী এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারী) রাতে র্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন থানাধীন কৈলাস ঘোষ লেন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬২ পিস বিভিন্ন প্রকার বিস্ফোরক জাতীয় দ্রব্যসহ শফিক ইসলাম (৩১) নামে ১ জন ব্যক্তিকে গ্রেপ্তাতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ এর আশপাশের এলাকায় বিস্ফোরকদ্রব্য সরবরাহ করে আসছিল।
অপরদিকে, র্যাব-১০ এর অন্য একটি অভিযানে রাজধানীর চকবাজারের বাগানবাড়ী সংলগ্ন পশ্চিম ইসলামবাগ থেকে ২৮২ পিস ইয়াবা ও ৪ বোতল ফেনসিডিলসহ জান্নাতুল ফেরদাউস (২৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে।
গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে তাকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে মাদক ২টি মোবাইল ও নগদ ৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মহিলা পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃত মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।