নুর রহমান, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের দুই প্রার্থী বেসরকারি ভাবে জয় পেয়েছেন। এরআগে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পৌরসভা দু’টির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রবিবার রাত সাড়ে ৮টায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম।
তিনি জানান, চাটখিল পৌরসভার ১০টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী নিজাম উদ্দিন ভিপি ১১হাজার ৪৭৮ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন ২হাজার ৯৬১ভোট।
অপরদিকে, সোনামুড়ী পৌরসভার ৮টি কেন্দ্রে ৯হাজার ৬০৯ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নূরুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী পেয়েছেন ৪হাজার ১ ভোট। ৯টি কেন্দ্রের মধ্যে ব্যালট অনিয়মের অভিযোগে ১টি কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে।