মহেশপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন জামান কল্পনা বলেছেন, আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের সব মানুষের জন্য কাজ করছেন আপনাদের নৌকার মেয়র পদপ্রার্থী আব্দুর রশিদ খাঁনকে বিজয়ী করতে হবে। তিনি সোমবার বাদ মাগরিব মহেশপুর পৌর সভার বেগমপুর সরকারি প্রাথামিক বিদ্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
আওয়ামী লীগ নেতা শুকুর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঝিনাইদহ – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড,শফিকুল আজম খাঁন চঞ্চল, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়েজউদ্দিন হামিদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন মহেশপুর পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ড, সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, মহেশপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ঝিনাইদহ জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ আসাদ, ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা আগামী ২৮ ফ্রেরুয়ারী নৌকার মেয়র পদপ্রার্থী আব্দুর রশিদ খাঁন কে বিজয়ী করার আহ্বান জানান হয়।