প্রতিনিধি, জামালপুর : জামালপুর জেলার তিনটি পৌরসভায় উৎসবমূখর পরিবেশে ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলছে।সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।পঞ্চম ধাপে জেলার জামালপুর, ইসলামপুর ও মাদারগঞ্জ পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট প্রদানের জন্য ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ।
“ক” শ্রেণির জামালপুর পৌরসভার ৪২টি ভোট কেন্দ্রের ৩৪১টি বুথে মোট ১ লক্ষ ৮ হাজার ৭২৭ জন ভোটার ভোট প্রদান করবেন।যার মধ্যে ৫২ হাজার ১৫১ জন পুরুষ ও ৫৬ হাজার ৫৭৬ জন মহিলা ভোটার।
জামালপুর পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দিতা করছেন
।মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত মোঃ ছানুয়ার হোসেন ছানু(নৌকা), বিএনপি মনোনীত এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন(ধানের শীষ), ইসলামী আন্দোলনের মুফতি মোস্তফা কামাল(হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।
উল্লেখ পৌরসভার ৫নং ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বর্তমান কাউন্সিলর রাজীব সিংহ সাহা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৭৭০ জন পুলিশ সদস্য, র্যাবের ৫টি টলহ টিম, ৬ প্লাটুন বিজিবি ও ৩৩৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
জেলার তিনটি পৌরসভার ৬৫ টি ভোট কেন্দ্রের ৫১৯ টি বুথে মোট ১ লাখ ৬৪ হাজার ২৫ জন ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধীকার প্রয়োগ করবে।মেয়র পদে ১০ জন, সাধারন কাউন্সিলর পদে ৯৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩২ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।