ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ: শীতের প্রকোপ কাটতে না কাটতে গত কয়েকদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক হারে বেড়েছে মশার উপদ্রব।
মশার পরিমাণ এতটাই বেড়েছে যে বাসাবাড়িতে মশার কয়েল, স্প্রে, ইলেকট্রিক ব্যাট অথবা সিটি করপোরেশনের ফগার মেশিনের ধোয়া কোনো কিছুতেই কাজ হচ্ছে না।
এলাকায় মশারি টাঙানোর পরেও কয়েল জ্বালাতে হচ্ছে। আবার কোথাও দিনে-দুপুরেও মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। মশার হাত থেকে বাঁচতে স্বাস্থ্য ঝুঁকি জেনেও মানুষ কয়েল এবং অ্যারোসলসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদ্ধতি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
নগরবাসী অসহায়ের মতো মশাদের খাবারে পরিণত হচ্ছে। এ ওয়ার্ডের বাসিন্দাদের মতে এত মশা কখনো দেখেনি ঢাকা দক্ষিণ সিটির ৬৫ নং ওয়ার্ডের মানুষ।
মশার উৎপাত এ বছরের ঘটনা, হার মানিয়েছে আগের সব উদাহরণকে। বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠানে মশার উৎপাত।
নগরীতে মশার যে ব্যাপক বিস্তার ঘটেছে তাতে মানুষ শংকিত হয়ে পড়ছে।
মানুষ মশার তান্ডব থেকে মুক্তি পেতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রয়োজনীয় জরুরী পদক্ষেপ কামনা করছেন নগরবাসী।