কলকাতা থেকে মনোয়ার ইমাম : ডিজেল ও প্রট্রোল মূল্যে বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে প্রচার মন্ত্রী জাভেদ খাঁনের। হ্যাঁ ঘটনাটি সত্যিই আজ সকালে কলকাতার শহর এর কসবা বিধান সভা কেন্দ্রে র বিধায়ক ও মন্ত্রী এবং এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাভেদ খাঁনের অভিনব কায়দায় প্রচার অভিযান শুরু করেছে গরুর গাড়ি চড়ে। জনাব জাভেদ খাঁন জানান ভারত এর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার দিনের পর দিন উত্তর উত্তর প্রেট্রোল ও ড্রিজেল এর দাম বৃদ্ধি করছে।যা গরীব মানুষ সাধ্যের বাইরে। আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি।তাই তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ এ এই প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে। এবং এবারের নির্বাচনে তার জিত কেউ ঠেকাতে পারবে না।তার বিধান সভা কেন্দ্রে উন্নয়ন যথেষ্ট পরিমাণে হয়েছে। খুশি হয়েছেন সাধারণ মানুষ। তার কথায় এবার নির্বাচন বিজেপি ও বামপন্থী দলগুলো জোট কে পরাস্ত করে ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সরকার।যার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এর নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হল বামপন্থী দলগুলো জোট প্রার্থী শ্রী শতরূপ ঘোষ। তার দাবি এই কসবা এলাকায় উন্নয়ন তো দূরের কথা এখানে রাস্তায় ঘাট বেহাল দশা এবং এখানেই সেন্টিগেট করে টাকা তোলা তলে শাসক দলের নেতা ও কর্মীরা। তবে কে জিতবে তার জন্য অপেক্ষা করতে হবে জুন মাসে র ০২, তারিখ পর্যন্ত।