নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীদ্বয়ের উপস্থিতিতে উভয় দেশের মধ্যে একটি নতুন আন্তঃদেশীয় ট্রেন “মিতালী এক্সপ্রেস” যেটি ঢাকা থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করবে সেটা উদ্বোধন ঘোষণা করেন শনিবার।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এটি উদ্বোধন করা হয়।
ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি দূরত্ব ৫৯৫ কিলোমিটার। বাংলাদেশ থেকে সোমবার এবং বৃহস্পতিবার এটি ছেড়ে যাবে, এবং ভারতের জলপাইগুড়ি থেকে ছাড়বে রবিবার ও বুধবার। ট্রেন টি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২ টা ১০ মিনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত ১০:৩০ টায়। একইভাবে ঢাকা থেকে ছাড়বে রাত ৯:৫০ টায়, ভারতে পৌঁছাবে সকাল ৭:০৫ টায়। ট্রেনটি দিনের বেলা ৪৫৬ আসন বিশিষ্ট এবং রাতে ৪০৮আসন বিশিষ্ট অবস্থায় চলাচল করবে ।
ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি চেয়ার ২৭০৫ টাকা, এসি সিট ৩৮০৫ টাকা এবং এসি বার্থ ৪৯০৫ টাকা যার প্রতিটি তে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স নির্ধারিত। চিলাহাটি স্টেশন থেকেও যাত্রী ওঠানামা করতে পারবেন। এখানে চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে ভাড়া ১২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উভয় দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে ট্রেন চলাচল শুরু করবে। আজ শুধুমাত্র উভয় দেশের প্রধানমন্ত্রী এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে রাখলেন।
ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এ উপলক্ষে “মিতালী এক্সপ্রেস” ট্রেনটি সাজানো হয়। এ সময় ক্যান্টনমেন্ট স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।