প্রতিনিধি, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে লকডাউন শিথিলতায় আবার রাস্তায় নেমে পড়েছে মানুষ। উদাসীন হয়ে ঘুরে বেড়াচ্ছে সবখানে। বেড়েছে গাড়ি চলাচল। এতে ফের করোনা ছড়িয়ে পড়ার আশংকা করছেন সচেতন মানুষরা।
সরজমিনে দেখা গেছে, জরুরি প্রয়োজন ব্যতিত অনেক দোকান খুলেছে। মানছে না কেউ স্বাস্থ্যবিধি। নানা অজুহাতে মানুষ বেরিয়েছে ঘর থেকে। জেলার সঙ্গে দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকলেও শহরে অনেক গাড়ি দেখা যাচ্ছে।
দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণের ঢেউ সামলাতে সরকার সারাদেশে ৭ দিনের লকডাউন বাড়িয়ে দিলেও খাগড়াছড়িতে এখনও তা পালিত হচ্ছে ঢিলেঢালা ভাবে। প্রধান সড়কের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অলিগলির দোকানপাট খোলা রয়েছে আগের নিয়মে। সামাজিক ও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে সাপ্তাহিক হাটবাজারকে ঘিরে বসতে দেখা গেছে হকারদের। ক্রেতাদের অনেকে মাস্ক পরলেও বিক্রেতারা এ ক্ষেত্রে উদাসিন। জেলায় এখনও পর্যন্ত সংক্রমণের হার কম থাকলেও এভাবে চলতে থাকলে ভয়াবহ হওয়ার শঙ্কা করছেন অনেকে।
জেলা প্রশাসনের তথ্য মতে, স্বাস্থ্যবিধি না মানায় জেলার বিভিন্ন স্থানে একদিনে ১২২ জনকে অর্থদণ্ড দেয়ার ঘটনাও ঘটেছে। প্রতিদিনই চলছে স্থানীয় প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
সরকার ঘোষিত লকডাউনে জনসচেতনতায় কাজ করছে পানছড়ি উপজেলা নির্বাহী মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও ওসি মো: দুলাল হোসেন। সকাল থেকেই প্রতিদিন পানছড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পানছড়ি থানার পুলিশ সদস্যরা মাইক হাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া ও মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে মাস্ক বিতরণ করেন। হাতে হাতে পৌঁছে দেয়া হয় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্বপূর্ণ লিপলেট।
ওসি জানান, সরকারী নির্দেশনাগুলো প্রতিপালন করতেই মানবিকভাবে কাজ করছে পুলিশ। তবে সাধারণ মানুষ এখনও উদাসীন। ইউএনও জানান, লকডাউনের প্রতিটি দিনেই সকাল থেকে বাজার উন্নয়ন কমিটি নিয়ে প্রচারণা করা হয়েছে। এগার দফা নির্দেশনা পালনে প্রশাসন কাজ করে যাচ্ছে। সচেতনতা বৃদ্ধিতে কোথাও কোথাও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নির্দেশনা মোতাবেক দফাগুলো শতভাগ বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো: শাহাজ উদ্দিন।