আনন্দ ঘর প্রতিবেদক: তরুণ প্রজন্মের আলোচিত নায়ক জয় চৌধুরীর সঙ্গে ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস নতুন ছবিতে জুটি বাঁধলেন।
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের প্রায় দুই দশকের ক্যারিয়ার। তিনি উপহার দিয়েছেন অনেক ব্লকবাস্টার হিট সিনেমা। জুটি বেঁধে ইতিহাস করেছেন শাকিব খানের সঙ্গে।
এছাড়াও অপু কাজ করেছেন মান্না, রিয়াজ, নিরব, ইমন, বাপ্পী চৌধুরীসহ নানা প্রজন্মের তারকাদের সঙ্গে।
এবার এ নায়িকা জুটি হলেন এ সময়ের নায়ক জয় চৌধুরীর সঙ্গে৷ ছবির নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। এটি পরিচালনা করবেন সোলায়মান আলী লেবু।
উপমা কথাচিত্রের ব্যানারে নির্মিত ছবির মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন তারা।
আজ সোমবার দুপুরে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। এরপরই শুটিং শুরু হয়। জানা গেছে, প্রথম লটে একটানা ১২ দিন শুটিং করা হবে।
এ ব্যাপারে জয় চৌধুরী বলেন, হিটম্যান ছবিতে আমি এবং অপু বিশ্বাস সহশিল্পী হিসেবে কাজ করেছি। এবার প্রথমবার জুটি বেঁধে কাজ করছি। অপু বিশ্বাস অনেক বড় মাপের শিল্পী। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ হবে বলে আশা করছি।
অপু বিশ্বাস বলেন, নতুনদের মধ্যে জয় ভালো কাজ করছে। কাজের প্রতি খুব আন্তরিক। এই চেষ্টাটা ধরে রাখলে আগামী দিনে সে আরও ভালো করবে। আমাদের নতুন ছবিটির গল্প সুন্দর। দর্শকরা এটি পছন্দ করলে কাজের সার্থকতা আসবে।
এ ছবিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, ববি, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।
ছবিটির শুটিং শুরু হবে শিগগিরই। এটি মুক্তি পাবে চলতি বছরই।