নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দূর পাল্লার বাস চলাচল চালু হতে পারে। জনসাধারণ এবং পরিবহন মালিক-শ্রমিকদের দুর্ভোগের কথা বিবেচনা করেই সরকার এ উদ্যোগ নিচ্ছেন।
তবে লঞ্চ এবং ট্রেন চালুর বিষয়ে এখনও কোনও আলোচনা নেই।
জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সীমিত পরিসরে দূর পাল্লার বাস চলাচল সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরির কাজ চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে চলমান ‘লকডাউন’ বা বিধিনিষেধ শেষে আগামী ২৪ মে থেকে দূর পাল্লার রুটে বাস চালু হবে। তবে লঞ্চ এবং ট্রেন চালুর বিষয়ে এখনও কোনও আলোচনা নেই।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, দূর পাল্লার বাস বন্ধ থাকায় পরিবহনখাতের মালিক-শ্রমিকেরা সংকটে রয়েছেন। তারা দূর পাল্লার বাস চালুর দাবি জানিয়ে আসছেন।
এনায়েত উল্যাহ আরও বলেন, দূর পাল্লার বাস বন্ধ থাকায় বিভিন্ন পরিহনে গাদাগাদি করে ঢাকায় আসছেন মানুষ। এতে করোনার ঝুঁকি আরও বাড়ছে। চলমান বিধিনিষেধ শেষে দূর পাল্লার বাস না ছাড়া হলে মালিক-শ্রমিকদের দাবির মুখে তারা কঠোর কর্মসূচি দেবেন।