একদিনে আরো ৮৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৭২৭ জন
বাঙলা প্রতিদিন ডেস্ক: বাংলাদেশে করোনা সংক্রমন আবারো বাড়তে শুরু করেছে। ফলে করোনা সংক্রমন কমাতে সরকার দেশের বিভিন্ন জেলায় আদালা আলাদা ভাবে কঠোর লকডাউন ঘোষণা করেছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ৮৫ জন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে আরও ৫ হাজার ৭২৭ জনের দেহে শনাক্ত হলো করোনা। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৭৮৭ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬৬ হাজার ৮৭৭ জনে।
আজ বুধবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৮ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫ হাজার ৭২৭ জনের রিপোর্ট পজিটিভি আসে। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২০ দশমিক ২৭ শতাংশ।
গত ২০২০ বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।