নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক সম্পতি আয়োজিত বঙ্গবন্ধু আশার আলো বীমা দাবী পরিশোধের ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের একমাত্র রাষ্ট্রীয় জীবন বীমা প্রতিষ্ঠান, জীবন বীমা কর্পোরেশনের সিলেট রিজিওনাল ইনচার্জ মো: আসাদুজ্জামান কর্তৃক আনুষ্ঠানিকভাবে মরহুম আইয়ুব হোসেন এর বীমা দাবী বাবদ ৮ লক্ষ ৭৫ হাজার টাকার চেক নমিনি (মেয়ে) হুমায়রা জেবীন আন্নীর নিকট হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোেিসয়শনের প্রেসিডেন্ট মো: কবির হোসেন এবং জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো: জহুরুল হক সহ অন্যান্য বীমা কোম্পানীর প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম মোশারফ হোসেন এফসিএ।