গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া ঘুরে বেড়ানো ও মাস্ক না পড়ায় ২২টি মামলায় ১৩হাজার ৮৮০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারি কমিশনার (ভূমি) কাবেরী রায়ের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আজ শুক্রবার (২জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গফরগাঁও ও পাগলা থানা যৌথ উদ্যোগে আদালতের এই কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় রৌহা মধ্যেবাজার, বাসস্টেশন, দত্তেরবাজার,মাইজবাড়ী বাজার,কান্দিপাড়া বাজার এবং কন্যামন্ডলে এলাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় গফরগাঁও বাজারসহ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া ঘুরে বেড়ানো ও মাস্ক না পড়ায় ২২টি মামলার বিপরীতে ১৩হাজার ৮৮০টাকা জরিমানা করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাবেরী রায় বলেন,করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে সরকার কঠোর বিধি নিষেধ আরোপ করেছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে।