নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণ খান থানায় মানবপাচারের অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে তুহিন সিদ্দিকী অমিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার (৩ জুলাই) অমিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে গত ২৩ জুন এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি অমিকে গ্রেফতার দেখানোসহ দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর ৩০ জুন অমিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে রিমান্ড শুনানি হয়।
এ সময় তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নায়িকা পরীমনির দায়ের করা হত্যা ও ধর্ষণচেষ্টার মামলায় গ্রেফতার হয়ে প্রথম আলোচনায় আসেন অমি। এরপর তাকে মাদক মামলা ও মানবপাচার মামলায়ও গ্রেফতার দেখানো হয়।