ফরিদ উদ্দিন বিপু. কুয়াকাটা(পটুয়াখালী) : পটুয়াখালীর কুয়াকাটার আজিমপুর গ্রামের কন্যাদ্বায়গ্রস্ত পিতা শাহ আলম তার এক কন্যাকে সম্প্রতি বিবাহ দিয়েছেন। বিবাহের সময় কন্যার প্রাপ্র উপহার সামগ্রী আর্থিক সংকটের কারনে দিতে পারেনি। এনিয়ে শাহ আলম দুশ্চিন্তায় ছিলেন। বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের জন্য ধর্ণা দিলেও কেউ পাশে এসে দাঁড়ায়নি। এমন সংকটময় মুহুর্তে কন্যাদ্বায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ালেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড.শামীম আল সাইফুল সোহাগ। বৃহস্পতিবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাব মাঠে শাহ আলমকে তার মেয়ের জন্য একটি স্টীলের শোকেস হাতে তুলে দেন এই মানবিক কেন্দ্রীয় যুবলীগ নেতা। কন্যা দ্বায়গ্রস্থ্য পিতাকে দ্বায়মুক্ত করলেন তিনি। এসময় তার সাথে ছিলেন মহিপুর থানা যুবলীগ আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন বিপু, মহিপুর থানা যুবলীগের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ বলেন, শাহ আলম আওয়ামী লীগের একজন নিবেদিত কর্মী। তিনি দলের সাংগঠনিক কার্যক্রমে সার্বক্ষনিক নিজেকে বিলিয়ে দিয়েছে। এমন নিষ্ঠাবান একজন দলীয় কর্মীর পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। কন্যা দ্বায়গ্রস্থ্য পিতাকে দ্বায়মুক্ত করে দিতে পেরে তিনি আত্মতৃপ্তি পেয়েছেন। ভবিস্যতেও দলীয় নেতাকর্মিদের পাশে থাকার কথা জানিয়েছেন এই কেন্দ্রীয় যুবলীগ নেতা।