মোঃ বায়েজীদ হোসেন, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর প্রেসক্লাবে নব-নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ আগষ্ট) দুপুরে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম। ক্লাবের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, এড. ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সদস্য আব্দুল হাদী শামীম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মোঃ খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা অনিল মন্ডল, রুহুল আমিন সজিব, নজরুল ইসলাম আজহার প্রমুখ। আলোচনা সভা শেষে নব নির্বাচিত কমিটির সভাপতি মাজহারুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনসহ কমিটির সকলকে পরিচয় ও ফুল দিয়ে বরন করা হয়।