প্রতিনিধি, হবিগঞ্জ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী।
আজ সােমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল।
শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশার চারজন পুরুষ ও দুইজন নারী ঘটনাস্থলেই মারা যান। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানাে হয়েছে। তারা সকলেই অটোরিকশার যাত্রী। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলাে উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।