নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি) ইউনিয়ন আ.লীগের এক নেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন বাদল (৪২) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে কাদের মির্জা ঘোষিত কমিটির ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকার মৃত আব্দুল রেজ্জাকের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বিজয় নগর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো.রবিউল হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জে আ.লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯-১০টি মামলা রয়েছে। শুক্রবার সকালে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।