বাহিরের দেশ ডেস্ক, বাঙলা প্রতিদিন
অবশেষে আফগানিস্তানে নতুন অন্তর্বর্তী সরকার ঘােষণা করলো তালেবান। এসময় নতুন সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর নামও ঘােষণা করেছে তারা। খবর বিদেশী গণমাধ্যমের। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন ঘােষণা দেন। তিনি জানান, নতুন সরকারের নেতৃত্ব দেবেন মােল্লা মােহাম্মদ হাসান আখুন্দ।
সাংবাদিকদের মুজাহিদ বলেন, তালেবানের একজন সহ-প্রতিষ্ঠাতা মােল্লা আব্দুল গনি বারাদার আখুন্দের উপনেতা হবেন। আর সিরাজুদ্দিন হাক্কানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘােষণা করা হয়েছে। তিনি হাক্কানি নেটওয়ার্কের প্রধান।
মুজাহিদ আরও বলেন, আমরা জানি আমাদের দেশ নতুন একটি সরকারের জন্য অপেক্ষা করছিল। প্রায় তিন সপ্তাহ আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান।
তবে গােষ্ঠী দ্বন্দ্বের কারণে বারবার পেছায় সরকার গঠন। তবে মঙ্গলবার এই ভারপ্রাপ্ত মন্ত্রিসভা ঘােষণার মধ্য দিয়ে একটি তালেবান সরকার গঠনের পথ প্রশস্ত হলাে।
নতুন সরকারের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হয়েছেন মােল্লা ইয়াকুব। এছাড়া মােল্লা আব্দুল সালাম। হানাফিকে দ্বিতীয় উপনেতা হিসেবে নিয়ােগ দেয়া হয়েছে।