নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) অষ্টম ও নবম শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই দিন করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার মাউশি’র মহাপরিচালক সৈয়দ মাে. গােলাম ফারুক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানাে হয়েছে।
শনি ও বুধবার নবম শ্রেণি এবং রােববার ও বুধবার অষ্টম শ্রেণির ক্লাস নেয়া হবে। অন্যদিকে, সােমবার সপ্তম শ্রেণি এবং মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির ক্লাস হবে। চলতি বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন নেয়া হবে বলে নির্দেশনায় জানানাে হয়।
মাউশির দেয়া নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনা অনুসারে পরিচালনা করতে হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (নিম্ন মাধ্যমিক) শ্রেণি কার্যক্রম মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম) সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনা করতে হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশের মাধ্যমিক স্তরের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনা করতে হবে বলে মাউশির নতুন আদেশে উল্লেখ করা হয়েছে।