নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা গাওয়াইর এলাকায় গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল একটি অভিযান চালিয়ে ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমেদ (২৬) ও মেহেদী হাসান (২৫) নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৬৮০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন সন্ধ্যায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার খিলগাঁও থানাধীন সিপাহীবাগ ভূইয়াপাাড়া রোড এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ৫৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির মোল্লা (৩২) নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণখান ও খিলগাঁওসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]