ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন: এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম – এ প্রথম বারের মত কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন করা হয়। ৪২ বছর বয়সী রোগী জুয়েল সেন খাগড়াছড়ি উপজেলার অধিবাসী, তিনি পেশায় একজন ব্যবসায়ী, তিনি বিগত কয়েক বছর যাবৎ হার্ট এর সমস্যায় ভুগছিলেন, বেশ কয়েক বার চিকিৎসক পরিবর্তনের পর কোনো সুফল না পেয়ে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এর কার্ডিওভাস্কুলার ও থোরাসিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট –ডাঃ আসিফ আহমেদ বিন মঈন এর শরণাপন্ন হন।
ডাঃ আসিফ, জুয়েল সেন এর পরীক্ষা নিরীক্ষা করে সার্জারির সিদ্ধান্তে উপনীত হন। ডাঃ আসিফ উনার টিম মেম্বার দের নিয়ে গত ২৫ই অক্টোবর কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন করেন।
বর্তমানে রোগী জুয়েল সেন সুস্থ আছেন এবং হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি ডাক্তার এবং হসপিটালের শুভকামনা করেন এবং বলেন এই ধরণের একটি হসপিটাল চট্টগ্রাম বাসীর জন্য আশীর্বাদ বয়ে আনবে। নগর বাসি অনেক উপকৃত হবে।