অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: পূবালী ব্যাংক কর্মচারী সংঘের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলন-২০২১ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য, বাংলাদেশ ন্যাশনাল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আলমগীর মজুমদার, পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সাবেক সভাপতি ওমর আলী ও হাজী এসএম জামাল উদ্দিন চৌধুরী, পূবালী ব্যাংক কর্মচারী সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কিউ এন কবীর ও পূবালী ব্যাংক কর্মচারী সংঘের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক লায়ন মোঃ আবুল খায়ের খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক কর্মচারী সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান।