সংবাদদাতা, দিনাজপুর: দিনাজপুর সদর উপজলার বাঁশেরহাট এলাকার একটি মেস থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাধবী রানী বর্মণ হাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগর শিক্ষার্থী।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফার গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মেসের একটি কক্ষ থেকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
স্থানীয়রা জানান, বাঁশেরহাট এলাকার একটি মেসে থাকতেন ওই শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে মেসের একটি কক্ষ ভিতর থেকে দরজা বন্ধ করাছিল। পরে কোনো সাড়া-শব্দ না পেয়ে কোতয়ালী থানা পুলিশকে খবর দেন মেস মালিক। পুলিশ ৯টার দিকে এসে রুমের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।