আর.এন শ্যামা, নান্দাইল : ময়মনসিংহের নান্দাইলে এমপিকে অবৈধ ঘোষণা ও কটাক্ষ করার প্রতিবাদে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইয়ার বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক কমিটির আয়োজনে শুক্রবার বিকালে উপজেলা সদরে এক বিশাল ঝাড়– মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েলের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী ও নারী-পুরুষের সমন্বয়ে অনুষ্ঠিত ঝাড়– মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ইউপি চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার সহ দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায়।
মিছিল শেষে উপজেলা সদর নতুন বাজার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব শরাফ উদ্দিন ভূইয়া, অধ্যাপক আবুল কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, শ্রমিক লীগ নেতা গোলাম মোস্তফা সরকার প্রমুখ।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও ঝাড়– মিছিলে উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।