নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম: অতিরিক্ত সচিব মুহঃ মাহবুবর রহমান গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এ চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন ।
আজ বুধবার জনসংযোগ কর্মকর্তা মোঃ আব্দুল বারিকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
মুহঃ মাহবুবর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ হতে স্নাতক (সন্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
বিসিক-এ যোগদানের পূর্বে তিনি পরিচালক, সরকারী কর্মচারী হাসপাতাল; সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন; জেলা প্রশাসক, মাগুরা; উপজেলা নির্বাহী অফিসারসহ মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন ।