বিনোদন ডেস্ক: বিচ্ছেদের গুঞ্জন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা এবং অর্জুন কাপুরের। বলিপাড়ার নতুন কানাঘুষায় চমকে উঠেছেন অনুরাগীরা। শুধু তা-ই নয়, বিচ্ছেদের পর মালাইকা নাকি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন। নিভৃতবাসে রয়েছেন এই মুহূর্তে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মালাইকা-অর্জুনের চার বছরের সম্পর্ক ভাঙতে চলেছে। চার দিন হয়ে গেল, মালাইকা নাকি নিজের বাড়ির বাইরে বের হননি। আশঙ্কা করা হচ্ছে, বিচ্ছেদের জেরে মানসিক ভাবে ভেঙে পড়েছেন মালাইকা। তাই নিভৃতবাসে চলে গিয়েছেন। অর্জুনও মালাইকার বাড়ির দিকে পা বাড়াননি।
অর্জুনের বর্তমান বয়স ৩৬ বছর, আর অভিনেত্রী মালাইকার বয়স ৪৭।
২০১৮ থেকে একসঙ্গে রয়েছেন মালাইকা-অর্জুন। আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনের সঙ্গেই লিভ-ইন সম্পর্কে রয়েছেন মালাইকা। তার ছেলের সঙ্গেও অর্জুনের সম্পর্ক বেশ ভাল।
২০১৭ সালে মালাইকা ও আরবাজ খানের দীর্ঘ দাম্পত্য জীবনে ছেদ পড়ে। বিবাহ বিচ্ছেদের কিছুদিন পর থেকেই মালাইকা-অর্জুনের প্রেমের গুঞ্জন শোনা যায়। অনেকেই অর্জুনকে মালাইকার বিবাহবিচ্ছেদের জন্য দায়ী করেন।