নাজমুল আলম, রৌমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস পালিত হয়েছে।
আজ সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেন্দ্রিয় অনুষ্ঠানটি বিটিভির মাধ্যমে উপভোগ করন, উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ মাইকের মাধ্যমে বহুল প্রচার ও স্বস্ব প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ প্রমূখ।