ডেস্ক রিপোর্ট, বাঙলা প্রতিদিন: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানসিক সেবাদানকারী প্রতিষ্ঠান মনের বন্ধু ২০২১ সালের জুলাই মাসের ১ তারিখ থেকে ২০২২ সালে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একটি জরিপ পরিচালনা করেছে ও তা বিশ্লেষণ করেছে। মনের বন্ধু থেকে ১৫২৩৫ জন নানাভাবে মানসিক স্বাস্থ্যসেবা নিয়েছে।
এ জরিপে দেখা গেছে, এ সময়টাতে নারীদের অনলাইন কাউন্সেলিং নেওয়ার প্রবণতা বেশি। মনের বন্ধুতে অনলাইনে কাউন্সেলিং নিয়েছে শতকরা প্রায় ৭৭.০২ ভাগ নারী। আর ঢাকা জেলায় সবচেয়ে বেশি নারীর মানসিক সমস্যার লক্ষণ আছে । ২১ থেকে ২৫ বছর বয়সী নারীরা সবচেয়ে বেশি কাউন্সেলিং সেবা নিয়েছেন।এ ছাড়া সম্পর্কসংক্রান্ত বিষয় নিয়ে নারীরা সবচেয়ে মানসিক সমস্যায় ভুগছেন ।
নারীরা কী কী কারণে কাউন্সেলিং নেয়:
জরিপে দেখা গেছে সম্পর্কসংক্রান্ত জটিলতার কারণে কাউন্সেলিং নেয় শতকরা ৩২ ভাগ নারী। ডিপ্রেশনের কারণে কাউন্সেলিং সেবা নিয়েছে ১৫ শতাংশ নারী এবং ১৪ শতাংশ অ্যাংজাইটির কারণে। এ ছাড়া কাজের চাপসহ বিভিন্ন রকমের মানসিক রোগের কারণেও সেবা নিয়েছে। ৭ শতাংশ নারী আত্মহত্যা প্রবণকার কারণে কাউন্সেলিং নিয়েছেন। দুর্ঘটনা পরবর্তী মানসিক সমস্যার ও পারিবারিক নির্যাতনের কারণে শতকরা ৪ ভাগ নারী মনের বন্ধুতে কাউন্সেলিং নিয়েছেন । এছাড়া শারীরিক সমস্যা, ঘুমের সমস্যা ও ট্রমার কারণে ২ ভাগ নারী কাউন্সেলিং নিয়েছেন ।
নারী শিক্ষার্থীরাই মানসিক সমস্যায় বেশি ভোগে:
বাংলাদেশে প্রতি ১০০ জন নারী শিক্ষার্থীর মধ্যে ৫০ জনের বেশি ছাত্রী মানসিক সমস্যায় ভুগে। শতকরা হিসেবে তা ৫০.২১ ভাগ। এরপরেই রয়েছে চাকরিজীবীরা নারী। শতকরা ২১.৭০ ভাগ চাকরিজীবী নারী কোনো না কোনো ভাবে মানসিক সমস্যায় ভুগে এবং কাউন্সেলিং নিয়েছে মনের বন্ধুর কাছ থেকে। চাকরিজীবীর পাশাপাশি কাউন্সেলিং নিয়ে আসে গৃহিনীর সংখ্যা ১১.৯১ ভাগ। এছাড়া ৬.৩৮ শতাংশ নারী ব্যবসায়ী, ২. ৫৫ শতাংশ শিক্ষকা, ২.১৩ শতাংশ নারী উদ্যোক্তা, ২.১৩ শতাংশ নারী ডাক্তার কাউন্সেলিং নিতে আসে। তবে ০.৪৩ শতাংশ নারী সাংবাদিকরাও মানসিক সমস্যায় ভুলে এবং কাউন্সেলরের কাছে আছে।
২১ থেকে ২৫ বছর:
২১ থেকে ২৫ বছর নারী মানুষ কাউন্সেলিং নিতে আসে সবচেয়ে বেশি। ২৮.৯৩ শতাংশ নারী এ বয়সে কাউন্সেলিং নেয়। এর পরেই রয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী নারীরা। শতকরা হিসেবে তার প্রায় ২০.৮৫ ভাগ। ২০ ভাগ নারীর বয়স ৩১ থেকে ৩৫। আর ১৬ থেকে ২০ বছর বয়সী নারী রয়েছে ১৫.৩২ ভাগ। ৬.৩৮ ভাগ নারীর বয়স ২৬ থেকে ৪০ বছর।
অনলাইনে সেবা নেওয়ার প্রবণতা বেশি:
মনের বন্ধুতে অনলাইনে কাউন্সেলিং নেয় শতকরা ৭৭.০২ ভাগ নারী। আর সরাসরি কাউন্সেলিং নিতে আসে ২২.৯৮ ভাগ নারী।
সর্বোচ্চ ঢাকা থেকে:
ঢাকা জেলার নারীরা সবচেয়ে বেশি কাউন্সেলিং নিয়েছে মনের বন্ধুতে। প্রায় ৯০ শতাংশ বাকিরা দিনাজপুর, পাবনা, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার এবং ময়মনসিংহ থেকে সেবা নিয়েছেন। বিদেশ থেকে অনেক নারী কাউন্সেলিং নেয় মনের বন্ধুতে।
মনের বন্ধুর বিদেশি বন্ধু :
জার্মানি, আমেরিকা, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া জর্ডানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নারীরা মনের বন্ধুতে কাউন্সেলিং সেবা নিয়েছে।