নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে বিদেশে অপপ্রচার করছে বিএনপি- জামায়াত। আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগের সুবর্ণজয়ন্তী পূর্তির আলোচনা এবং কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, শুধু সরকার নয়, বঙ্গবন্ধু পরিবারের নামেও অপপ্রচার করছে তারা। তিনি বলেন, তাদের এই অপচেষ্টার জবাব দিতে হবে।
বিএনপির হত্যা সন্ত্রাসের অপরাজনীতির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রশ্ন করেন, সামনে নির্বাচন-কী নিয়ে তারা জনগণের কাছে ভোট চাইবে?
নিউমার্কেটের গন্ডগোলে যেন বিএনপির মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দেন বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রতিদিনই সেখানে এমন গন্ডগোল হতো।