লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি মো. আনোয়ার হোসেন ঢালী (আমাদের সময়) ও সাধারণ সম্পাদক এম,আর সুমন (ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।
গত বুধবার বিকালে পৌর শহরের প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় ২২ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে সোহেল আলম (আনন্দবাজার), তাবারক হোসেন আজাদ (যুগান্তর) ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুনুর রশিদ (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সজিব (ভোরের পাতা), কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ) ও দপ্তর সম্পাদক পদে নজরুল ইসলাম ( বর্তমান সময়) ও কার্যনির্বাহী সদস্য পদে কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ (আমার কাগজ), শংকর মজুমদার (ভোরের কাগজ), মিজানুর রহমান মোল্লা (সমকাল), মাহবুবুল আলম মিন্টু (আজকের পত্রিকা), মোস্তফা কামাল (বাংলাদেশ প্রতিদিন) ও অ্যাড.কামাল উদ্দিন (নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ, মিজানুর রহমান মোল্লা, প্রদীপ কুমার রায়, অ্যাড.কামাল উদ্দিন, ইকরাম হোসেন মুকুল পাটোয়ারী ও হারুনুর রশিদ ।