নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : দেশর অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) এর সাথে দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট এবং প্রভা হেলথের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ মে) যথাক্রমে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ইবনে সিনা ট্রাস্টের সাথে এবং বিকেলে প্রভা হেলথ এর নিজস্ব অফিসে উভয় পক্ষের মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিইউ’র পক্ষে রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুল হক (অবঃ) এবং ইবনে সিনা ট্রাস্ট্রের পক্ষে অতিরিক্ত পরিচালক এবং হেড অব বিজনেস ডেভলপমেন্ট জনাব এ এম এম তাজুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অন্যদিকে প্রভা হেলথ এর সাথে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিঃ কাজী তাইফ সাদাত এবং প্রভা হেলথ এর পক্ষে হেড অব মার্কেটিং জনাব সাফাত আলী।
সমঝোতা চুক্তির আওতায় দুই প্রতিষ্ঠানই বাংলােেদশ ইউনিভার্সিটির সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন ডায়াগনষ্টিক পরীক্ষার ক্ষেত্রে সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ৩৫% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা প্রদান করবেন।