স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চলমান সিরিজের ঢাকা টেস্টে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম কেউই নেই। অথচ ক্রিকেটের তিন ফরম্যাটেই এই দুইজন বাংলাদেশের মূল পেসার। আস্থাভাজন এই দুই বোলারের অনুপস্থিতিতে টাইগার বোলিং কোচ অ্যালান ডোনাল্ড শাণ দিয়েছেন এবাদত হোসেন চৌধুরী ও খালেদ আহমেদকে। এই দুইজনই ঢাকা টেস্টে বাংলাদেশের পেস বিভাগ সামলাচ্ছেন।
গতি দিয়ে কাঁপিয়ে দিতে হবে প্রতিপক্ষের টপ অর্ডারকে। আগ্রাসী বোলিংয়ে ইনিংসের যে পর্যায়েই বল হাতে পাবে, রাখতে হবে নিজের ছাপ। অ্যালান ডোনাল্ড ঠিক এই ভূমিকায় দেখতে চান ইবাদত হোসেনকে। বাংলাদেশের পেস বোলিং কোচ মনে করেন, টেস্ট দলে নিজের ভূমিকাটা জানেন ইবাদত।
ঢাকা টেস্টের প্রথম দিন নিয়েছিলেন একটি উইকেট। বুধবার (২৫ মে) দ্বিতীয় বলেই দলকে এনে দেন সাফল্য। নিজেকে উজাড় করে দিয়ে বোলিং করে গেছেন এরপরও। সব মিলিয়ে ২৬ ওভারে ৭৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ডোনাল্ড বলেন, ইবাদতের দারুণ বোলিংয়ের ছাপ নেই স্কোর বোর্ডে। আজ ইবাদত ছিল দুর্দান্ত। কখনও কখনও কাউকে ওয়ার্মআপ করতে দেখলেই মনে হয়, দিনটি আজ তার হতে যাচ্ছে। আজ ও চার বা পাঁচ উইকেট পেতে পারত। ওর স্পেলগুলো তেমনই ছিল। আমি চাই ইবাদত বল চেয়ে নিক। আমার মনে হয়, ইবাদত নিজের ভূমিকা বুঝতে শুরু করেছে। ফ্ল্যাট উইকেটে টেস্টে আগ্রাসী মনোভাব নিয়ে বোলিং করতে হবে। তার গতি দিয়ে ইবাদত সেটা করতে সক্ষম।
তবে ডোনাল্ড মানলেন- দুই মূল পেসারের অনুপস্থিতি দলের জন্য ধাক্কা। তবে একইসাথে তা এবাদত, খালেদের মত পেসারের জন্য সুযোগও বটে। এই দুজনের মধ্যে এবাদতের বোলিংয়ের বিশেষ প্রশংসা করেছেন এই প্রোটিয়া। তিনি বলেন, শরিফুলের আঙুলে চিড়, তাসকিনও নেই। তাসকিনের না থাকা অনেক বড় ক্ষতি। সে দারুণ একটা ছেলে। নিজের চেষ্টা চালিয়ে যাবার দারুণ এক উদ্যম ওর মধ্যে আছে। দেয়াল টপকে যাওয়ার বিশ্বাস আছে। তবে একজন না থাকা মানে এখানে অন্য কারও সুযোগ।