সংবাদদাতা, কুমিল্লা : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ চমৎকার বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
বুধবার রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরফানুল হক রিফাত বলেন, ফলাফল যাই হোক আমি মেনে নিবো। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাকে আমি সবার আগে ফুলের মালা দিবো।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা তো শুরু থেকেই নালিশ করছেন। তাদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হবো।
ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের কেউ থাকলে তাদেরকে জিজ্ঞেস করুন।