সংবাদদাতা, বাঙলা প্রতিদিন: সুনামগঞ্জে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীসহ অন্যান্যদের সেনাবাহিনীর সহায়তায় ছাতক হতে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের সিলেটে আনা হচ্ছে ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
আজ রবিবার ভোরে সুনামগঞ্জের দোয়ারা বাজার সংলগ্ন সুরমা নদীর চরে আটকে যাওয়া নৌযানটি ছাতক বাজারের ঘাটে এসে নোঙর করতে সক্ষম হয়।
এর আগে নৌযানটি বহু প্রচেষ্টার পর রাত আড়াইটার দিকে দোয়ারাবাজারে এসে পৌঁছে। কিন্তু সেখানে বন্যায় নোঙর করার মতো কোনো জায়গা পাওয়া যায়নি। তাই নামতে পারেননি কেউ। শেষে লঞ্চ নিয়ে ছাতকের দিকে আগানোর সিদ্ধান্ত হয়। দুই ঘণ্টা পর তারা ছাতক পৌঁছান।
গত ১৪ জুন পরিস্থিতি স্বাভাবিক থাকা অবস্থায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় ভ্রমণে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ জন শিক্ষার্থী। ১৬ জুন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে শিক্ষার্থীরা কোনোমতে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে গিয়ে আশ্রয় নেন। এরপর সুনামগঞ্জ জেলা প্রশাসন তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে আসে।