মৌলভীবাজার প্রতিনিধি : ফাতেনা (৯) নুরী (৭) এবং আমেনা ( ৬) তিন জনই পথশিশু। কারো মা নেই, কারো নেই বাবা। কারো মা অন্যত্র বিয়ে করে চলে যাওয়াতে ঠাঁই হয়েছে বৃদ্ধ নানির কাছে। শহরের অদূরে বস্তিতেই তাঁদের বসবাস।
শহরের পথচারী ও গাড়ির যাত্রীদের কাছ থেকে দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা পেয়েই কোন রকম তাঁদের পেট চলে। ক্ষুধার জ্বালা মিটাতে অন্যের হাতের দিকে চেয়ে থাকা এই নিঃস্ব পথশিশুরাও বন্যার্ত মানুষের জন্য ভালবাসার হাত বাড়িয়ে দিয়েছেন।
গত কয়েকদিন ধরে মৌলভীবাজার জেলা শহরে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা সিলেট এবং সুনামগঞ্জের বন্যার্ত মানুষের জন্য টাকা সংগ্রহ করছেন। ফাতেমা, নুরী এবং আমেনাসহ আরো কয়েকজন প্রতিদিনই বন্যার্তদের জন্য টাকা উত্তোলনকারীদের বাক্সে পাঁচ টাকা, দশ টাকা করে দিচ্ছে। কখনো বা কোন পথচারী বা গাড়িতে বসা যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে একজনের সাথে আরেকজন রিতীমত প্রতিযোগিতা করে সেই টাকা নিজ হাতেই বাক্সে ভরছে।
শহরের চৌমুহনা এলাকার একটি মুদি দোকানে ফাতেমাদের ডেকে নিয়ে কথা বললে, তাঁদের মধ্য থেকে ফাতেমা জানায়, বন্যার পানিতে মানুষের ঘর-বাড়ি ডুবে যাওয়া ও ছোট্ট শিশুদের ছবি দেখার পর আমাদের খুবই দুঃখ লাগে কিন্তু আমরা তো গরীব মানুষ; মন চাইলেও কিছু করতে পারিনি। ফাতেমা বলেন, এরপর যখন দেখলাম বন্যার্ত মানুষের জন্য টাকা সংগ্রহ করা হচ্ছে, তখন শুরু থেকেই আমরা অল্প অল্প টাকা উত্তোলনকারীদের হাতে বা বাক্সে দিচ্ছি। যতদিন টাকা উত্তোলন হবে, ততদিন আমরাও যা পারি সহযোগিতা করব।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী বলেন, আমরা মৌলভীবাজার শহরের বিভিন্ন জায়গা থেকে বন্যার্ত মানুষের জন্য টাকা সংগ্রহ করেছি। অনেক পথশিশু ও হুইলচেয়ারে চলা পঙ্গু ব্যক্তিও আমাদের হাতে বা বাক্সে টাকা দিয়েছেন। লাখপতি আর কোটিপতিদের ভীড়ে তাঁদের এমন ত্যাগ আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে।
ফাতেমা, নুরী এবং আমেনাদের এই মানবিক দৃষ্টান্ত ছড়িয়ে পড়ুক দেশের প্রতিটি প্রান্তে। তাঁদের মতো মানবিক হয়ে গড়ে উঠুক দেশের আগামীর প্রজন্ম।