অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে জনতা ব্যাংক লিমিটেড।
আজ মঙ্গলবার (২৮ জুন ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ্ এবং জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এ সময় জনতা ব্যাংক লিমিটেডের ডিএমডি ও চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ উপস্থিত ছিলেন।