নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মহাখালী বাস টার্মিনাল এবং গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধ পার্কিং বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। যানজট নিরসনে এই অভিযান চলমান থাকবে।
আজ (০৩ জুলাই) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় রাস্তায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে মোট ৫টি মামলায় ৭০০০/- (সাত হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় বাস চালকদের সতর্ক করে দেয়া হয় যেন কোনভাবে রাস্তায় গাড়ি পার্কিং না করা হয়।
এছাড়াও গাবতলীতে অবৈধভাবে টার্মিনালের সামনের রাস্তায় গাড়ি পার্কিং করে রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি মামলায় ৬৫০০/-(ছয় হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়। অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলী এই অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, “ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম ২১জুন বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় ঘোষণা করেন মহাখালী এবং গাবতলী বাস টার্মিনালের সামনের রাস্তায় অবৈধভাবে কোন গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না।”
এদিকে, আজ রবিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আওতাধীন এলাকায় মশার উৎস খুঁজতে ড্রোন সার্ভে কার্যক্রমের হালনাগাদ:
অঞ্চল-১ (উত্তরা):
সার্ভেকৃত এলাকা- সেক্টর-১, ৩, ও৫ উত্তরা > সার্ভেকৃত মোট বাড়ীর সংখ্যা- ২১৯ টি।
ছাদ বাগানের সংখ্যা- ৫২ টি।
ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস- ১৪ টি।
লার্ভা প্রাপ্ত বাড়ির ছাদের সংখ্যা ০১ টি।
অঞ্চল-২ (মিরপুর) :
সার্ভেকৃত এলাকা- সেকশন-২, ন্যাশনাল হাউজিং এলাকা।
সার্ভেকৃত মোট বাড়ীর সংখ্যা- ১৯৫ টি।
ছাদ বাগানের সংখ্যা-৩১ টি।
ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস- ১০ টি।
লার্ভা প্রাপ্ত বাড়ির ছাদের সংখ্যা ০১ টি।
অঞ্চল-৩ (মহাখালী):
সার্ভেকৃত এলাকা- তেজগাঁও এলাকা ওয়ার্ড নং ২৪ ঢাকা।
সার্ভেকৃত মোট বাড়ীর সংখ্যা- ২৫০ টি।
ছাদ বাগানের সংখ্যা- ০৫ টি।
ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস- ০১টি।
লার্ভা প্রাপ্ত বাড়ির ছাদের সংখ্যা ০১ টি।
অঞ্চল-৪ (মিরপুর):
সার্ভেকৃত এলাকা- টোলারবাগ, মিরপুর, ঢাকা।
সার্ভেকৃত মোট বাড়ীর সংখ্যা- ১৮২ টি।
ছাদ বাগানের সংখ্যা- ১১টি।
ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস- ০৫ টি।
লার্ভা প্রাপ্ত বাড়ির ছাদের সংখ্যা- ০০ টি।
অঞ্চল-৫ (কারওয়ান বাজার):
সার্ভেকৃত এলাকা ওয়ার্ড নং ৩১ মোহাম্মদরপুর, ঢাকা।
সার্ভেকৃত মোট বাড়ীর সংখ্যা-২২৭ টি।
ছাদ বাগানের সংখ্যা- ২১ টি।
ছাদ বাগানের প্রাপ্ত পানি উৎস- ১৪ টি।
লাভা প্রাপ্ত বাড়ির ছাদের সংখ্যা ০০ টি।