সংবাদদাতা, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে কলেজছাত্র আকাশ সাহাকে (২০) খুলনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নড়াইলের লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানিয়েছেন, আকাশকে আজ রবিবার আদালতে সোপর্দ করা হবে।
লোহাগড়ার দিঘলিয়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন কচি বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় আকাশকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ জুলাই) লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি ওই দিন জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুব্ধ লোকজন আকাশ সাহার গ্রেপ্তার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওই দিন বিকেল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে।
বিক্ষুব্ধ লোকজন একপর্যায়ে সাহাপাড়ার বেশ কিছু বাড়ি ও দোকানপাট ভাঙচুর করে। এ সময় গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ ছাড়া সাহাপাড়ার মন্দিরের চেয়ার ও সাউন্ডবক্স এবং আখড়াবাড়ি মন্দিরের টিনের চালা ভাঙচুর করে বিক্ষুব্ধরা।
এদিকে শনিবার বিকেলে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দেন মাশরাফী।
এ সময় নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনুসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।