নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ভারতকে অস্বস্তিতে ফেলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘তার বক্তব্য দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে। ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এমনকি বন্ধু রাষ্ট্র ভারতকে অস্বস্তিতে ফেলেছে।
এর দায় সরকার এড়াতে পারে না। ’
শনিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এসব কথা বলেন তিনি।
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশ যে অসাম্প্রদায়িক তা দেখিয়ে দেব। সংখ্যালঘু কমিশন হলে সরকারের কাছে তাদের বক্তব্য তুলে ধরা যাবে। ’
তিনি আরও বলেন, ‘দুষ্টের দমন, শিষ্টের পালনের জন্য শ্রী কৃষ্ণের আর্বিভাব। এখন এর উল্টো হচ্ছে। দেশ থেকে হিন্দুদের পাশাপাশি মুসলিমরাও চলে যাচ্ছে। কারণ দেশ বসবাসের অযোগ্য হয়ে গেছে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার বিষয়ে বক্তব্যের জন্য বিশ্বের কাছে হাস্যকর হচ্ছে সরকার। ’
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে জি এম কাদের বলেন, ‘জ্বালানি তেলের মূল্য এখন না বাড়ালেও চলতো। এ কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। এসব চলতেই থাকবে যতদিন পর্যন্ত সরকার সুনির্দিষ্ট পদক্ষেপ না নেবে । ’