আর এন শ্যামা, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহে নান্দাইল উপজেলায় নিম্ন আয়ের ও মধ্যবিত্ত মানুষের মাঝে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রয় করা হয়েছে । গত মঙ্গলবার থেক উপজেলার সামনে বিক্রি শুরু হয়েছে। পণ্য বিক্রয়ের খবর ছড়িয়ে পরলে শত মানুষ পণ্য কিনতে ভীড় জমায় এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করে। সরেজমিনে দেখা যায় প্রতি কেজি চিনি-৫০ টাকা, প্রতি লিটার সয়াবিন তেল-৮০ টাকা, প্রতি কেজি মশুর ডাল-৫০ এবং প্রতি কেজি পিঁয়াজ- ৩০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। স্টক থাকা সাপেক্ষে এ পণ্য বিক্রয় করা হয়। প্রসঙ্গত উপজেলার প্রতিটি ইউনিয়নে বিভিন্ন সময়ে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য বিক্র করা হয়। ন্যায্যমূল্যে পণ্য কিনতে পেরে ভোক্তারা টিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন।