প্রতিনিধি, ইবি : শতভাগ ভিক্ষুকমুক্ত এলাকাতে ভিক্ষুকের উৎপাতে বিপাকে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
এলাকাটিকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করলেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ডায়না চত্ত্বর, আমবাগান, বট চত্ত্বর, শহীদ মিনার, ঝাল চত্ত্বর, লেক, টিএসসিসি, ক্যাফেটেরিয়া কিংবা ক্লাসরুম প্রতিটি জায়গায় দেখা মিলে ভিক্ষুকের। ক্যাম্পাসের প্রতিটি স্থানেই তাদের সরব উপস্থিতি। সম্প্রতি এক ভুয়া ভিক্ষুক আটক এবং তাকে মারধরের ঘটনাও ঘটেছে।
সকাল থেকে সন্ধ্যা অবধি প্রায় অর্ধশত ভিক্ষুক প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে ভিক্ষা করে বেড়ায়। তবে বিশেষ দিনগুলোতে আশঙ্কাজনক হারে বেড়ে যায় তাদের সংখ্যা। ভিক্ষা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদের হাতে-পায়ে ধরে বসে থাকে এবং ক্রমাগত টাকা চাইতে থাকে। ফলে প্রায়শই রীতিমত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলে জানান শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী বিভিন্ন এলাকার নিম্ন আয়ের পরিবারের অনেকেই এখানে ভিক্ষাবৃত্তিকে উপরি আয়ের একটা মাধ্যম করে নিয়েছে। শিক্ষার্থীরা মানবিক দৃষ্টিকোণ থেকে যথাসাধ্য দান-খয়রাত করে থাকেন বলে ভিক্ষুকরাও বেশি আয়ের জন্য বিশ্ববিদ্যালয়কে টার্গেট হিসেবে রেখেছে।
এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, ক্লাসরুমে ঢুকে যখন হাত পাতে তখন বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। কিছু পেশাদার ফকিরও আছে তারা দিনে ১০ বারও ভিক্ষা চায়। আমরা যে শিক্ষার্থী টাকা ইনকাম করি না এটা তাদের ধর্তব্যের বিষয় না। টাকা চাইলে পাওয়া যায় এটাই তাদের ধর্তব্যের বিষয়।
সার্বিক বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার সামনে কোন ভিক্ষুক পড়লে আমরা তাকে আনসার দিয়ে বের করার চেষ্টা করি। তবে সমস্যা হচ্ছে এমন একটি মানবিক বিষয় যার কারণে শক্ত হয়ে কিছু করাও কঠিন। তবে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করি তাহলে এতো বেশি নাহলেও নিয়ন্ত্রণ করা যাবে।