এম এ মান্নান, লালমনিরহাট : লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে (কালীগঞ্জ-৩ এলাকায়) সাধারন সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজার রহমান (বুলেট)।
বিগতদিনে তিনি লালমনিরহাট জেলা পরিষদ সদস্য হিসেবে দায়িত্বপালনকালে তার নির্বাচনী এলাকায় জেলা পরিষদের মাধ্যমে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেন। তিনি কালীগঞ্জ উপজেলায় জনসেবা করে অনন্য নজির স্থাপন করেছেন। তার নির্বাচনী এলাকার মানুষ তাকে একজন স্কুল শিক্ষক, সমাজ সেবক ও সাদা মনের মানুষ হিসেবে জানেন।
আজ বিকেলে লালমনিরহাট জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে ওই কার্যালয়ের সহকারী হিসাব রক্ষক রশিদুল হক এর নিকট মনোনয়ন পত্র জমা দেন। এসময় তার সাথে ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু,, গোড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আমীন এবং ওই উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি সদস্যগন প্রমুখ।
মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষে মোস্তাফিজার রহমান বুলেট বাঙলাপ্রতিদিনকে বলেন, বিগত সময়ে আমি জেলা পরিষদ সদস্য থাকাকালীন সকলের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপ দেয়ার চেষ্টা করেছি। বড়জনকে সম্মাণ করেছি, ছোটদের আদর স্নেহ দিয়েছি। সবার সহযোগিতায় একসঙ্গে কাজ করেছি।
তিনি আরো বলেন, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য পুনরায় নির্বাচিত হলে, আমি চলমান উন্নয়ন মূলক কাজের সমাপ্তি করণ ও অবহেলিত পশ্চাৎপদ কালীগঞ্জ উপজেলাকে, বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা বানাবেন।