সংবাদদাতা, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এদের সনাক্তকরণ কাজ চলছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মাহবুব ইসলাম জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ডুবুরি দলের তিনটি ইউনিট সকাল সাড়ে পাঁচটা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে এখন পর্যন্ত পাঁচ জনের মরদহ উদ্ধার করে। গতকাল ২৫ জনের মরদেহ উদ্ধার করে রাত ১১টা পর্যন্ত। তারপর আলোর স্বল্পতার কারণে উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর কুমার রায় আজ নতুন করে পাঁচ জনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এদের সনাক্তকরণ কাজ চলছে।
এ ঘটনায় গতকাল উদ্ধার করা হয় দীপংকর (৩), প্রিয়ন্ত (২.৫), শ্রেয়সী (৩), তনুশ্রী (৫), প্রিয়ন্তী (৫), উশশী (৩), শ্যামলী (১৪), লক্ষী রানী (২৫), শোভা রানী (২৭), খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫), তারা রানি (২০), শোনেকা রানী (৬০), ফাল্গুনি রানি (৫৫), প্রমিলা (৭০), ধনোবালা (৪৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৪০), শ্যামলী বালা (৩৬), অমল চন্দ্র (৩৫), বিলাস চন্দ্র (৫০), হাসান আলীর (৭০) মরদেহ। এ ছাড়া, ৪০ ও ৩ বছর বয়সী ২ জনের মরদেহ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে (নদীর অপরপাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। এই ধর্মসভায় যোগ দিতে জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ বিভিন্ন এলাকার লোকজন শ্যালো মেশিন চালিত নৌকা যোগে যাচ্ছিল। দুপুরের দিকে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। সাঁতার জানা যাত্রীরা তীরে উঠে আসতে পারলেও সাঁতার না জানা নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনেককে উদ্ধার করে। পরে জেলা, উপজেলা ও পুলিশ প্রশাসন, ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।