স্পোর্টস ডেস্ক: ‘বাংলা ওয়াশ’ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধেএকাদশে ছিলেন না সাকিব আল হাসান। টাইগার ক্যাপ্টেন দীর্ঘ ভ্রমণ শেষে নিউজিল্যান্ডে পৌঁছালেও ক্লান্তির কারণে খেলতে পারেননি। বাংলাদেশে সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে হেরে গেছে ২১ রানে।
আজ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠের লড়াইয়ে মুখোমুখি টাইগাররা। শনিবার (৮ অক্টোবর) পুরোদমে অনুশীলন করেছেন সাকিব। ব্যাটিং ও ফিল্ডিং সেরে নিয়েছেন। প্রত্যাশিত ভাবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে আছেন তিনি। তার বদলে জায়গা হারিয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
গুঞ্জন ছিল এই ম্যাচে ডাগআউটে থাকতে হতে পারে ওপেনার সাব্বির রহমানকে, ওপেনিংয়ে ফিরবেন নাজমুল হোসেন শান্ত। সে গুঞ্জন সত্যি হয়েছে। একাদশে ঢুকেছেন নাজমুল, জায়গা হারিয়েছেন সাব্বির। বাজে ফর্মের মধ্য দিয়ে যাওয়া মুস্তাফিজুর রহমানও দল থেকে বাদ পড়েছেন। তার জায়গায় একাদশে ঢুকেছেন শরিফুল ইসলাম।