নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মাহাত্ন লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবসে আলোচনা ও সাধুমেলার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল কবির লিটন। আলোচনার পর প্রথম পর্বে শিল্পী জীবন বাউল, মিতু মন্ডল ও শামিম বাউল পরিবেশন করেন একক সংগীত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশিষ্ট শিল্পীদের কন্ঠে পরিবেশিত হয় ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ এবং ‘মিলন হবে কত দিনে’ শিরোনামে দুটি দলীয় সংগীত। ‘দয়াল চাঁদ আসিয়া আমায় পার করে নিবে’ শিরোনামে গানটিতে কন্ঠ দিয়েছেন লতিফ শাহ, লাভলী দেব, অনিমা মুক্তি গমেজ এবং আরিফ বাউল এবং ‘মিলন হবে কত দিনে’ শিরোনামে সিদ্দিকুর রহমান, বাউল গোলাম মোস্তফা, ইভা বাউল, বাউল ফারুক নুরী, বাউল রিতা মন্ডল, এবং বাউল জাহিদুল ইসলাম প্রমূখ। সমেবেত সংগীত পরিবেশনায় ছিলেন সমির বাউল, বাউল আয়নাল হক, ওমর আলী, লাভলী শেখ, বাউল গরীব মুক্তার, তানিয়া বাউল, সুবর্না রহমান হামজা, নাজিয়া বৃষ্টি, শ্রীকৃষ্ণ গোপাল, মো: সাহেদ আলী , সাইফুল ইসলাম শাহিন, করিম বাউল , লিনা খাতুন, রনি খান, মোতালেব হোসেন, বাউল মিরাজ শিকদার, নুরুল ইসলাম শেখ, সেন্টু গাজী , নয়ন সাধু এবং নান্নু বিশ্বস।
যন্ত্রশিল্পী ছিলেন দোতরা-বাবু , ঢোল-শহিদ, বাঁশি-ইমরান, তবলা- সুমন, পারকাশন- আলম, জিপসী- হোসেন চাল্লি , হারমোনিয়াম -আলম বয়াতী এবং বাংলা ঢোলে ছিলেন রুবেল। অনুষ্টানটির সমন্বয়কারী ছিলেন একাডেমির প্রোগ্রাম অফিসার মুহাম্মদ আনিসুর রহমান। সঞ্চালনা করেছেন আব্দুল্লাহ বিপ্লব।
শিল্পকলায় শেখ রাসেল দিবসে অনুষ্ঠিত হবে আলোচনা, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক শিরোনামে জাতির পিতার কনিষ্ঠ পুত্ৰ শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগের সহযোগীতায় ১৮ অক্টোবর ২০২২ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় জাতীয় চিত্রশালা প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেল প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। বিকাল ৫.৩০ টায় চিত্রশালার ১ নং গ্যালারীতে উদ্বোধন করা হবে শেখ রাসেল এর আলোকচিত্র প্রদর্শনী। সন্ধ্যা ৬টায় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা এবং গত ১৬ অক্টোবর ২০২২ আয়োজিত চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।