লালমনিরহাট প্রতিনিধি: সারাদেশে সাম্প্রতিক সময়ে ধর্ষন, নারী, শিশু, কিশোরী নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে আজ সকাল সাড়ে ১১টায় লালমনিরহাটের মিশন মোড়ে সর্বস্তরের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে একত্বতা পোষন করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।
জেলার সকল পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ধর্ষন ও নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি তরুন সংগঠক ও সাংবাদিক প্রদীপ কুমার আচার্য এর সভাপতিত্বে মানব বন্ধনে অংশ নেয় কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, নারী নেত্রী ও শিক্ষক স্বপনা জামান, সাংবাদিক আব্দুর রব সুজন প্রমুখ।
বক্তাগন তাদের বক্তৃতায় বলেন, সারা দেশে ধর্ষন নারী ও শিশু নির্যাতন নিপীরন উদ্বেগজনক ভাবে বেড়েছে। সকলেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ অবস্থার পরিবর্তন ও প্রচলিত আইন এর পরিবর্তে সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ডসহ নয় দফা দাবী উপস্থাপন করেন।